সজনহারা একলা পথিক,
খুঁজে ফেরে সাথী।
পেটের খিদেয় হাতের পরে,
ছন্দহীন বাটি।
রুগ্ন শরীর রক্তহীনা,
বিরক্তি চোঁখেরকোলে।
সজনহারা পথিক কারে
এসব বলে।
ছন্দবিনা জীবনখানি
বেসুরে বাজে।
খোলা মাঠে ঘাসেরপরে,
হাওয়ারকোলে সাজে।
সময় হারানোর ভয়ে,
কেবা তারে বোঝে।
তাই একলা পথিক আপনমনে,
আপন সজন খোঁজে।