যদি বিফলতা খারাপের প্রতীক
তবে চেষ্টা কেন?
আদি থেকে আধুনিক
এলো তবে কেন?
চেষ্টার আসোরে স্রষ্টাই স্রেহ,
বিফলতা তুমি শূন্য প্রিয়!
বিফলতা তোমার তবু চেষ্টারভার
বিফল হয়েছ বলে গড়েছো আবার।
পিছুটানে হাতখালি নতুনেররোজ,
বিফল হও বলে নতুনের খোঁজ।
বিফলের দরজায় নিন্দার ভীড়,
জেগে ওঠে রক্তেরপতি শির!
ছাই মাখা দেহখানি জয়ের গান,
বিফল দিয়েছে সফলের প্রান।
জন্ম হলেই তবে সৃষ্টির সুর ,
বিফল হলেই জয়ের ভীড় ।