কত জন্ম কত মৃত্যু শুধু তোমার অন্বেষণ
খুঁজে চলা একি পথ ধরে শুধু তোমায় আমরণ।
যেমন করে আপন বেগে তিতাস নদী বয়!
কাল ভ্রমরার কালো ছায়ায় আত্মার ক্ষয় হয়।
আঁকর ফুলের সুভাষ ছড়ায় পুবের আকাশ ভরে,
যেমন করে ঝড়ের শেষে বাবুই ফেরে ঘরে।
যেমন করে ধানের শীষে চাষার আবেগ জমে
শুনিয়া রাধা মোহন বাঁশী বুকের আগুন কমে!
পথহারা কোনো নাবিক যেমন শুকতারাকে খোঁজে
মনকেমনের মানুষ তেমন চোখের ভাষা বোঝে।
ফিরে আসা আর ফিরে যাওয়া শুধু তোমার দাবী নিয়ে
পথের ক্লান্তি ভুলে যাই আমি তোমার পানে চেয়ে।
জাতিস্বরের আসা যাওয়ার কোনো অন্ত নাই,
হাসি মুখে মেনে নেবো যদি তোমার দেখা পায়।।