ভোরের দুঃস্বপ্ন হয়ে একটা হাওয়া আসে!আর..
আমাকে উপহার দেয় একটা অপরাধ বোধের সকাল।
সাদা কালো মৃত্যুকে রঙ করে কালবৈশাখীর ঘূর্ণি বাতাস,
অচল নিশ্চুপ চোখ খানা স্থির হতে হতে পলক ফেরায়!
কিছু বক সাদা ডানা দিয়ে অসহায় মুহুর্তদের বুকে মাখে..
আহা কি নিথর চাওয়ার সেই সাইরেন!বেজে ওঠা নজরুল গীতি।
খরস্রোতা যৌবনের জলপ্রপাত আছড়ে পড়ে পাথরের গায়ে;
ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেয়,ফেলে আসা প্রতিজ্ঞার সারিদের।
পৈশাচিক আনন্দ পায় এ বয়স নগ্নতা আর যৌনতার অভয়ারণ্যে,
কিন্তু দাবানল তো আসবেই,পোড়াবেই তোমার বুকে সেজে ওঠা
কল্পনার কাশপুতুল।
আবার ভোরের দুঃস্বপ্ন হয়ে একটা হওয়া আসে!আর..
আমাকে উপহার দেয় একটা অপরাধ বোধের সকাল।।