তুমি চাওনি বলে,
আমি তোমার কাছে আর আসিনি,
আঘাতের সারি বুকে নিয়ে
আবার তোমায় ভালোবাসিনি।
যদি কৃষ্ণচূড়াই ফুল আসে
যদি কোকিলের বুকে সুর আসে
ক্ষমা করে দিও প্রিয়
আমি সেই সুর মনে রাখিনি
যদি বিরহের সুর ভেসে আসে
যদি আবেগের ভার ভরে আসে
ক্ষমা করে দিও প্রিয়
সেই আবেগের জলে আর ভাসিনি
যদি চোখের কোনেতে জল আসে
যদি বুকের ভেতরে ঝড় আসে
ক্ষমা করে দিও প্রিয়
আমি সেই ঝড় মনে রাখিনি