যদি বলি তোমায় আমি ভালোবাসি,
ওই দূর আকাশের চেয়েও বেশি!
সত্য কি মিথ্যা কর তা যাচাই..
চোখের পাতায় দুই চোখের পাতায়।

বৃষ্টি নামুক এই সন্ধ্যা বেলায়,
তোমার স্মৃতি চোখে এসেও মেলায়!
কেমন আছি তা কি হবে জেনে;
ছিঁড়ে ফেলো স্মৃতিদের দমকা টানে।

হয়তো আমার চোখে পড়বে বালি,
তোমার কথা প্রাণে ভাসবে খালি...
বন্ধনে বাঁধা মোর এই দুটি হাত,
আলগোছে খুলে দেবে লোহার কপাট।

সেদিন আমায় শেষ দেখে যেও
মুছে যাবো তোমাদের স্মরণে ও।
সখার বেশে যদি আঘাত আসে,
সেদিন আমি ফের উঠবো ভেসে।।