আমি অভ্যাসে হেঁটেছি পথে পথে
ছুঁয়েছি দিগন্ত অবহেলায়
অজানা অভিমান চাইছে অবসান
নোনা স্পর্শে মাতাতে অবেলায়।
নেমে আসা বৃষ্টির ফোঁটা!
না বলা কথা নীরবতা,
বয়ে চলা খরস্রোতা নদী
তোমায় দেখে হটাৎ থমকায়।
উড়ে আসা কাগজের ঘুড়ি,
পুরোহিত হয়ে যজ্ঞেতে পুড়ি!
সাদা শাড়ি পরা মায়াবিনী একা..
আলতার ছোপ ফেলে ফাঁকা রাস্তায়।
পথের ঠিকানা হয় পথেতেই শেষ,
অবহেলে ওই দূরে চেয়ে অনিমেষ!
তোমার ঠোঁটের কোনে একফালি চাঁদ..
পূর্ণিমার হিমাংশুকে করে অসহায়।