চল চল চল বন্ধু ,আমরা পেরোয় সপ্তসিন্ধু!
সব বাধা দেরকে পেরিয়ে,
রাষ্ট্রের চোখের নাগাল ছাড়িয়ে!
যেথায় তোর আমার মাঝে দাঁড়ানোর মতো কেউ থাকবেনা।
এসব মিথ্যা সমাজ বেড়া, এসব নিন্দুকদের ডেরা!
সব রাষ্ট্রই শোষণ যন্ত্র,
তোর আমার প্রেমের মন্ত্র!
যেথায় তোর পাড়াতে আমায় তাড়ানোর মতো কেউ থাকবেনা ।
চল চল চল মেয়ে' চলরে, না থেমে এগিয়ে!
সব পুরুষ শোষণ যন্ত্র,
আর ধর্ম তাদের মন্ত্র!
যেথায় তোর ইচ্ছাকে মাড়ানোর মতো কেউ থাকবেনা।
চল আজকে দিনের শেষে, যায় তোর সুখেতে ভেসে!
তুই ওদের কথা বাদ দে,
আয় আমার হাতে হাত দে!
আজ আমার দুচোখে তোকে সরানোর মতো কেউ থাকবেনা।