একটা মিছিলে দেখা হয়েছিল আমাদের,
লক্ষাধিক মানুষের ভিড়ে দাঁড়িয়ে থাকা,
নির্বিকার প্রতিরূপের মতন আবহমান,
কিছু চাওয়া পাওয়া দিয়ে ধার করা..
একটা সম্পর্ক, অনেকটা নড়বড়ে খুঁটির মত
স্লোগানে ভেসে ওঠা কিছু আশার মতোই কুয়াশাচ্ছন্ন।
দিকবিদিক জ্ঞান শুন্য হয়ে চেয়েছিলাম।
লক্ষ মানুষের মধ্যে তাকে আলাদা করে নিয়েছিলাম,
তার হরিণের মত বড় চোখের চাহনি,
বুকে বার বার আঁচড় কাটতো।
একসুরে চিৎকার করা,দাবি জানানো
অথবা মিছিলের ভিড় ঠেলে তার কাছে যেতে চাওয়া;
সময় কেটেছিল নদীর স্রোতের মতোই।
স্রোতের দোলাই কখনো কাছে,কখনো দূরে।
ব্যস্ত শহরের গুমোট গরম সয়ে গেছিল,
তারপর
হটাৎ ছত্রভঙ্গ হলো,ঠিক যেন পিপীলিকার মত
দিক বিদিক জ্ঞান শুন্য,শুধুই হাতরানোর ভুল
সে মিছিলের ভিড়ে অনেকদূর এগিয়ে গেছে,
শত চিৎকার ও আর তার কানে পৌঁছায় না,
সে সহজেই মিশে গেছে অন্য জনস্রোতে,
লক্ষ মানুষের ভিড়,সবাই অচেনা,অজানা
হয়তো এ মিছিল,হয়তো এ মৃত্যু মিছিল
আমায় ডাকে,অজান্তেই চোখ বুজে আসে।
এ মিছিল শুধু অশান্তি,চির শান্তি বয়ে আনে।।