ধর্মের নামে হানছে হানা দিচ্ছে মগজ বেড়ি
রাত বেড়ে চলে ওঠো সমাজ আর কর না দেরি।
যার কথা শুনে তুমি রাত দিন রক্তের লাল মাখো
তার নিচে আছে রাজপ্রাসাদ তুমি আকাশের নিচে থাকো।
তার ছেলে আজ বিলেত ফেরত আগামীর রাজদূত
তোমার ছেলে পেটের লাগি হয়েছে রাজ্য ছুট।
তুমি আল্লার নামে কেটেছো গলা রামের নামে ধর
বিষবাষ্পের মিথ্যে পোশাক পড়েছো পরস্পর।
তার আগামী কুসুম তোষকে এলিয়ে রাত্রি জাগে
তোমার ভবিষ্যৎ মরে বিনা চিকিৎসায় হাসপাতালের আগে।
তবে কিসের লাগি এই জিঘাংসা ধর্মের হানাহানি
একি কথা বলো একি থালে খাও একি পরনের কানি।
একি তোমাদের রক্তের রঙ একি তো যাবার পথ
তবে কিসের লাগি পুসেছো হৃদয়ে রক্ত মাখার ব্রত
সংকীর্তনের সুর মিশে যায় দূর আজানের সুরে
সেই সুরে বাজে মিলনের বাণী দূর হতে বহু দূরে।
মানুষ রবে মানুষের লাগি হবে মনুষত্বের রাজ
পুবের আকাশে বাজে শান্তির ভেরি শোনো হে প্রথিক আজ।
তোমার পরিচয় তুমি মানুষ শুধু নেই কোনো জাতপাত
এই পৃথিবী মানুষের হবে রবে নাতো উৎখাত।
ভাত জল বায়ু তোমার আমার রবেনা সেথায় ভেদ,
তোমার জন্ম উত্তম হবে রবে না জন্ম খেদ।
তোমার পায়ের খড়ম দেখে করবে না কেউ তাড়া
পদবি দেখে দেবে না কেউ শিক্ষার পায়ে কড়া।
তুমিও রবে সেই আসনে যেখানে রাজার রাজা
সেই হবে যে হকদার হবে রবে না তো সঙ সাজা।
হাত পেটে থাকুক বা বুকে থাকুক কি বা তাতে আসে যায়!
দিন শেষে মোরা মানব পুত্র মোরা সব ভাই ভাই।।
যত অর্থ সবই অনর্থ ওপারে সব এক
সময় চক্রে না বেঁধে নিজেকে দুরপানে চেয়ে দেখ
সাদা হোক বা কালো হোক নিগ্রো বা ককেশীয়
লম্বা হোক বা বেঁটে হোক কোমল বা নমনীয়।
আস্তিক বা নাস্তিক হোক হোক না অর্বাচীন
পৃথিবীর বুকে এক হবো মোরা একদেহে হবো লীন
মতাদর্শের বিভেদ থাকুক থাকুক মনের মিল,
বিভেদের মিছে গন্ডি পেরিয়ে মহাযজ্ঞে হও সামিল
ধনী রবেনা গরিব রবেনা রবেনা ক্ষুধার গ্রাস
মিথ্যে নেশার আফিম রবেনা রবেনা তো সন্ত্রাস
কোরআন রবে না গীতা রবেনা রবেনা কোনো বাইবেল!
মানুষের মন পুস্তক হবে আর বিবেক হবে জেল।
বন্ধু আগামীর নবজাতক কে এই সন্দেশ টুকু দিও
অন্য পৃথিবীর স্বপ্ন দেখেছিলাম তুমি আর আমিও।।