ওরে ও নবীন রে তুই বাঁচার মতো বাঁচবি যদি
সুনিসনে তুই ওদের কথা পার করে ফেল বাধার নদী।

আসবে ওরা তোর কাছেতে বলবে তোকে কঠিন কথা,
ওদের বুদ্ধি লোপ পেয়েছে ওদের চোখে পর্দা আঁটা।
ওই পর্দার প্রলেপ খানি নিজের হাতেই তুলবি যদি
সুনিসনে তুই ওদের কথা পার করে ফেল বাধার নদী।

ওরা তো সব ক্ষিরের পুতুল চাইনা দেখতে নতুন কিছু,
নতুন কিছু করবি যখন সবাই নেবে তোর ই পিছু
কথার পাহাড় মাড়িয়ে তুই নতুন কিছু করবি যদি
সুনিসনে তুই ওদের কথা পার করে ফেল বাধার নদী।

অন্য কুলে হাঁটবি যখন বলবে তোকে বিষম পাজি
আসলে ওরা ভীতুর দল রাখতে ডরাই জীবন বাজী,
এই তুচ্ছ জীবন বাজি রেখে নতুন ভোর আনবি যদি
সুনিসনে তুই ওদের কথা পার করে ফেল বাধার নদী।