স্বপ্নেরা ভিজে আজ চোখের জলে
স্মৃতিরা জেগে উঠে মনের ভুলে
বিরহী এ মন সে তো শোনেনা বারন
কেন অকারণ আজ খুব প্রয়োজন
ছোটো খাটো ট্রাম বাসে কাকে যেন ভালোবেসে
হৃদয়ের পাস ঘেসে বললো সে শেষমেশে
একটা আমার তুমি চাই
ওই দূর নীলিমায় !
আমি হটাৎ দাঁড়ায় থমকায়,                          
তুমি আজও আছো নীরব
এই দুই চোখের কিনারায়।


কথাদের ভিড়গুলো আজ থেমে যায়
চারিদিকে চেয়ে দেখি কেউ পাশে নাই
অঙ্গীকারের ঠেলা বয়ে চলা অবহেলা
এখনো হয়নি বলা হৃদয়ে লেগেছে দোলা
কতশত হয়রানি একরাশ অভিমানী
পিরিতের চুলকানি বুঝবে কবে কি জানি
একটা আমার তুমি চাই।
ওই দূর নীলিমায় !
আমি হটাৎ দাঁড়ায় থমকায়,                          
তুমি আজও আছো নীরব
এই দুই চোখের কিনারায়।

বিদায়ের কলরব উঠুক শ্মশানে
প্রেমিকের ভিড় কমুক মদের দোকানে
বোঝাবো কেমন করে সতীর সয়ম্বরে
ত্রীলোচন ভোলানাথ আসেন গাঁজার ঘোরে
যবে তুমি বুঝবে মনে মনে যুঝবে
চলে যাবো বহুদূর তবু তুমি খুঁজবে
একদিন অন্তরে বলবে করুন সুরে
একটা আমার তুমি চাই।
ওই দূর নীলিমায় !
আমি হটাৎ দাঁড়ায় থমকায়,                          
আমি আজও আছি বেঁচে
এই দুই চোখের সাহারায়।