তোমার সেই যাবার পরে
কলম হাতে একলা আমি ,
কোনোদিন মনের ভুলে ও
ছুঁয়ে দেখো ডায়রিখানি।
নিশীথের ভয়গুলি সব
একলা থাকে বালিশ হয়ে,
সময় হলে ফেলিয়ে দিও
শুকিয়ে যাওয়া ফুলের কুঁড়ি ।
আজও প্রতি রাতের শেষে
একলা হাঁটি ও পথ ধরে,
তোমায় খুব পড়লে মনে
আঁকড়ে ধরি ফ্লেকের প্যাকেট।
তবুতো একলা পথে
ধুলোর মাঝেই স্বপ্ন খুঁজি,
পারলে সাজিয়ে রেখো
বারান্দার ওই একপাশেতে।
প্রত্যহ রাতে আজও বিছানায়
তোমার ছবি আঁকি
ফিরবে তুমি সেই আশাতেই
নেশার ঘোরে থাকি।
তোমার ওই চোখের কোণে
থাকবো তবু কাজল হয়েই,
ডেকে নিও বসন্ততে
হতাৎ ঝড়ো বৃষ্টি এলে ।