যদি থমকে দাঁড়াও যদি পথ না পাও
আকাশের দিকে দেখো চাহিয়ে
যদি দিনের শেষে কোনো প্রথিক বেশে
আমায় ডাকো হাত বাড়িয়ে।
যদি শিউলির ডালে ফুল আসে
যদি বকুলের ফুলে রঙ আসে
তুমি ভালোবেসে যদি কাছে এসে
আমারে দাও প্রিয় রাঙিয়ে।
যদি ভোরের ককিল মোরে ডাকে
যদি বিরহের বাঁধ গড়ে থাকে
শুধু তোমার চোখে আমি এক পলকে
বিরহ ভুলে যাবো হারিয়ে
যদি চোখের নদীতে বান নামে
যদি প্রণয়ের স্রোতে মন থামে
কেন বিভেদ গড়ে গেলে একা করে
আমি আছি পথেতেই দাঁড়িয়ে।।