তোমায় দেখলে মেটে মনের অনল,
মন বাগানে ফোটে ফুল
তোমার চোখের কোনে জলের পরশ
মন করে গো মশগুল।
আমি তাইতো চেয়ে রই
দিনের শেষে পথের ধারে যদি দেখা হয়,
সেই দেখাতেই জোয়ার আসে ভাঙে মনের নদী কুল!
বলো আমি কি যে করি
কেমন করে হলো যেন মনের ঘরে চুরি,
সেই চুরিতেই খোয়া গেছে প্রাণ প্রিয় কানের দুল।
হয়তো আমি মনের মতো না,
এত তোমায় চাওয়ার পরেও চেয়ে দেখ না
আমায় ক্ষমা করে দিও যদি আমি কভু করি ভুল