আস্তাকুঁড়ে ফেলে আসা সদ্যজাতের দুর্ভাগ্য, আমি,
কিংবা মাঝদরিয়ার প্রভঞ্জনে সবহারানো এক নাবিক!
বা কালবৈশাখীর ত্রাসে ঝড়েপড়া একটা দুপুরে স্বপ্ন,
নয়তো ব্যর্থ পুরুষের অনুসূচনা যাকে এ সমাজ জানিয়েছে ধিক!
আমি তিলে তিলে হারিয়ে যাওয়া একটা বিশ্বাসের জট,
স্থাবর অস্থাবর হীন এক পাগলাটে বুড়ো যার মৃত্যুতেই সর্বসুখ।
আমি মরুভূমির মরুঝড়ে আটকে পড়া এক তৃষাতুর যাযাবর।
আমি দুঃস্বপ্ন কাটিয়ে ওঠা একটা ভয়! একটা কাঙ্ক্ষিত প্রহর।
নিজের চাওয়া পথেই চলুক নদী, হোক না মিলন যতদূর!
যে যা বলে বলুক,সেরে উঠুক এই সমাজের অসুখ।।