আমি মাঝপথে তারাদের দলে নাম লেখায় প্রতিবার!
ভাগ্য কি ছলনার বলে,গড়া শিসমহল হয় চুরমার.
আমি ছুটে চলি দিগন্তে প্রতিবার যাত্রার শেষে
তোমায় ছোঁব ভাবি ছোঁয়া তো হয়না, হারায় তোমায় শেষমেশে।
আমি পথ শেষে ক্লান্তিকে ছুঁই,ছুঁই মুঠো ভরা আবেগ তোমার
আমি মাঝপথে তারাদের দলে নাম লেখায় প্রতিবার!
এই পথে আমি রোজ ফেরি,ওই কাশফুল রোজ কেন ডাকে!
আমি বোকা প্রথিকের মতো, পথ ভেবে খুঁজেছি তোমাকে।
তবু পথ শেষে হতাশায় ডুবি,ডুবি কাল কালো চোখে তোমার
আমি মাঝপথে তারাদের দলে নাম লেখায় প্রতিবার!
অবসরে উড়ে যাবো ভাবি,দূর আকাশে মেলে দেব ডানা
আমি যখনই ভোর হবে শুনি,আধার যে দেয় ফের হানা।
আমি প্রতিবার বিশ্বাসে ভুলি,ভুলি মায়া ভরা কথায় তোমার!
আমি মাঝপথে তারাদের দলে নাম লেখায় প্রতিবার!
আমি দিক ভোলা পথের খবরে,ছুটে চলি প্রতিদিন
তবুও তো পাইনা তোমায় বোবা ইচ্ছেরা থাকে বেরঙিন।
আমি রোজ গুঞ্জন শুনি,শুনি ভুলে যাওয়া কথা তোমার,
তাই মাঝপথে তারাদের দলে নাম লেখায় প্রতিবার!
আমি প্রতিদিন কত পথ চলি,সারা মনে ধুলো বালি জমে
গায়ে নিয়ে রোদের চাদর বোকা ইচ্ছেরা বাড়ে আর কমে
আমি রোজ ভোরে মৃত্যু কে মাখি,মাখি চোখ ভরা ঘৃণা তোমার।
তাই মাঝপথে তারাদের দলে নাম লেখায় প্রতিবার!