যদি জীবনের প্রতি ক্ষনে, বেদনাকে সয়ে মনে
হাসি মুখে যেতে দিলে জোছনা!
তবে জীবনের শেষ আঁশু ,চোখে রয়ে যেতে দাও
হাত দিয়ে সেই আশু মোছনা।
যদি জীবনের এই পথ ,চাই কভু বলিদান
চোখ মুজে প্রাণ প্রিয় জানকি
তবে নিশীথের ওই কালো,বুকেতে লুকিয়ে রেখে
আমাকে তোমার তুমি মান কি!
যদি আবেগের জলে ভেসে,বহুদূর পাড়ি দিয়ে
শেষে বুঝ পথ শুধু ছলনা
তবে সব কিছু ভুলে গিয়ে,আবারও ফিরে এসো
আমি আছি প্রিয় তুমি ভুলনা।
যদি বিরহের তরী বেয়ে জীবনকে ছুঁতে চাও
ভুলে গিয়ে সব বাধা সীমানা,
তবে আপন মনের ডাকে সাড়া দাও শেষবেলা
বিষাদ কে বুকে জমা রেখোনা।।