মনের ঘরের কন্যা রে তুই মনের ঘরের কন্যা
কেমনে আমি বাঁচি বলো বন্ধু তোমার বিনা।
দুনয়নে থাকো বন্ধু আঁকো স্বপ্নের সারি,
তোমায় নিয়ে দেব বন্ধু দূর দেশেতে পাড়ি
সময় যদি নেয় ছিনিয়ে তোমায় সঙ্গোপনে
কথা দিলাম সেদিন আমি সময় নেবো কিনে।
তোমায় ছাড়া পরান কাঁদে বাঁচতে নাহি চাই
কি করিলে বলো বন্ধু পাবো গো তোমায়।
তোমার কথায় ভাবি বন্ধু আমি রাত দিনে
সাগর পাড়ে ঘর বানাবো বন্ধু তোমার সনে।।
তোমার নামে বাগান কেনা আমার হৃদয় জুড়ে
পারলে আমি দেখাইতাম তোমায় ঘুরে ঘুরে।
তোমার ছবি লুকাই রাখি হৃদয় গহীনে,
বন্ধু তুমি হাত বাড়িয়ে নাও না আমায় চিনে।।