অগ্রহায়ণ এর শেষে
তোমার আগমন,
এই সোনার দেশে
অনেকেই করে তোমার গুন গান,
আবার তোমাতেই যায় কারো প্রাণ।
তুমি আস শুষ্কতাকে বয়ে নিয়ে
গাছের পাতা যায় ঝড়ে, দেখে তোমার আগমন,
আবার তুমিই দাও গাছ-রে রসে ভরিয়ে
তোমার আগমনে-কবি গায় নতুন গান।
নতুন রং, নতুন গন্ধ, নতুন সাধ
তোমার আগমনে পাখিরা যেন হয় অবাধ,
তাই তো তাদের এই দুর দেশ ভ্রমণ।
তোমার সকালের সূর্য
কেউ কাটায় আনন্দে,
কেউ খুঁজে বাঁচার আশ
কেউ তোমার রাত্রি তে জ্বালিয়ে
প্রদীপ বাচে, ছাড়িয়া দীর্ঘ শ্বাস,
কেউ করে আনন্দ উল্লাস
কর ধনিরে আনন্দ দান,
কারিয়া লও গরিবের প্রাণ।
তবুও তোমার আগমনে
না না কবি গায় না না গান,
গাছের পাতারা যেন পায় পরিত্রাণ।
ভোরে, কুয়াশার চাদরে
তুমি যে ঢাকিয়া রাখ প্রকৃতিরে পরম আদরে
দেখিয়া শিশির বিন্দু,
তাহার উপর পরা সূর্যে কিরণ
পথের শিশুও হাসিয়া উঠে অগোচরে,
তাহার মনেও যাগে শিহরন ।।