স্বপ্নচারী, তোমার স্বপন
ভেঙ্গে যাবে যখন, তাসের ঘরের মতন,
হইয়ো না আশাহত, ভুলে দুঃখ আছে যত
আবার তুমি স্বপ্ন দেখ তোমার মত, হাজার-শত
রাখ তোমার স্বপ্নরে অমলিন।
রাতদুপুরে, সবাই যখন আছে গভীর ঘুমে
তুমি জেগে, তোমার স্বপ্ন নিয়ে
তোমার স্বপন, উঁচু একশ যেমন,
রাখ বিশ্বাস, হবেই স্বপ্ন পূরণ।
তুমি চল তোমার পথে, তোমার মত
যতবার ভাঙ্গবে স্বপন, গড় তখন
লড় দিয়ে শক্তি আছে যত,
লড়ে যাও, নিয়ে নিজের স্বপন, আমরণ।
যেন রাখ, স্বপ্নচারী,
একদিন তোমার স্বপন উঠবে আকাশ ছাড়ি
চুকাইবে নিন্দুকের ঋণ।