স্বপ্ন গুলি সব বিক্রি করে দিয়েছি
ভোরে দুঃখের খামে, বড়ই অল্প দামে,
স্বপ্ন ছিল মোর রাশি-রাশি,
এক সময় ভাবতাম হয়ে আনমনে
স্বপ্ন ছাড়া কেমনে বাঁচি,
আজ এই মন সবই জানে
দরিদ্রের স্বপ্ন দেখার নেই অধিকার ।

তাই স্বপ্ন গুলো বিক্রি করে দিয়েছি,
ভোরে দুঃখের খামে, অল্প দামে
নেই আশা আজ এই জীবনের উপর,
দরিদ্রের নেই বাঁচার অধিকার ।

তাই স্বপ্ন গুলো বিক্রি করে দিয়েছি
অল্প দামে, ভোরে দুখের খামে ,
তবুও স্বপ্ন গুলো দিচ্ছে উকি মনের ভিতর ।