আমার ভাঙ্গা জানালায়,
বরষার হাওয়া বয়ে যায়
ভোরের আলো মাতে
আনন্দ খেলায় ।
আমার ভাঙ্গা জানালায়,
সবি আসে,
আসে না কেবল
তোমার ভালবাসা,
হারায় তা কৃত্রিমতায়
করে না-না ছল ।
আমার ভাঙ্গা জানালায়,
পাখিরা গান গেয়ে যায়
মাকড়শা জাল বুনে,
আর অদূরে দাড়িয়ে
একটি প্রাণ হাসে সেই গান শুনে
ভাবে একদিন ভালবাসা আসবে ফিরে,
এই ভাঙ্গা জানালায় ।