গরীবের ঘরেও আজকে আনন্দ থাকবে
ক্ষণিকের, মুহূর্তেই আবার মিলিয়ে যাবে
তবুও থাকবে, আজকে যে ঈদ।
কুরবানি হবে
হাজার বছর ধরে চলছে আরও অগণিত বছর ধরে চলবে,
নবীর দানের স্মৃতি অক্ষুণ্ণ থাকবে।
আল্লাহ্ বলেন - "আমার কাছে পশুর মাংস আসে না
পশুর রক্ত আসে না,
আশে তোমাদের তাকওয়া।"
আর আমরা, "ভাই কত?
তার গরুই তো বড়,
আরে এসব ছাড়,
কিসের গরীব, কিসের আত্মীয়
মাংস গুল সব ফ্রিজ ভর।"
কোথায় সেই তাকওয়া;
কোথায় সেই আল্লাহর পথে দান;
যদিও নবীর স্মৃতি হয়ে আছে অম্লান,
কিন্তু তা মোদের প্রাণে আঘাত হানে না
কেননা দূষিত আমাদের মন, দূষিত প্রাণ।
আসলে আমরা নামেই মুসলমান।
আজকে গরীবের বুকে বুক লাগাতে ধিমা নেই,
কালকেই, "দূর হ শালা, তোর নিজের অকাদ জানা নেই।"
আজকে দান করতে কোন বাধা নেই,
কালকেই, "ভিক্ষুকে ভোরে গেল দেশটা, হাটবার জায়গা নেই।"
সব শেষে একটা প্রশ্ন রইল,
আমাদের তাকওয়া আল্লাহর দরবারে পৌঁছল কি?
পশুর তো কোরবানি হোল,
পশুত্বের হোল কি?