পেন্সিল,
করেছি আমি অন্যয়
দিয়েছি আমি তার মাসুল,
তবুও কি এত রাগ তোমায় মানায়,
আজ আমি আবার তোমার জন্যে হয়েছি বেকুল ।
পেন্সিল,
একদিন, এই আমি করেছিলাম তোমায় ঘরের বার
আজ বুঝতে পেরেছি আমার ভুল,
তাই তোমায় ফিরায়ে আনতে চাই আবার,
চল এক সাথে আবার আঁকি নীল পদ্ম ফুল ।
পেন্সিল,
এখনো কি করে আছ অভিমান,
বল কি করে ভাঙ্গাই তোমার ভুল
প্রয়োজনে, দিব আমি আমার সম্মান বিসর্জন,
দিতে হয় দিব আরো মাসুল ।
পেন্সিল,
বল, কি আমার সাজা
বিসর্জন দিব ধর, নাকি জাত-কুল
শুনাও তোমার বিচার, হে মোর অন্তর রাজা,
বলিলে ছিঁড়িয়া ফেলিব আমার সব চুল ।
পেন্সিল,
জানি ভালবাসার নামে দিয়েছি ব্যথা,
তবুও গ্রহণ কর মোর দেয়া ভালবাসার ফুল
ভুলে সব অতীত কথা, ফিরে আস হেথা,
আমরা আঁকিব আবার একসাথে স্বপ্নের একুল-ওকুল ।