কতবারে কত রূপে সাজিয়েছি তোমায় ।
কখনো প্রচণ্ড রৌদ্রে আলোয়,
কখনো সকালের সোনালি আলোয়,
কখনো সন্ধ্যার লাল আভায়,
কখনো বা নীল পাড়ের শাড়ীতে
শরত এর শুভ্র মেঘ একে,
কখনো বা সেসব পাখির সারিতে
যারা উড়ে চলে বাকে, বাকে।
আমি শুয়ে আছি সবুজে মাথা রেখে
আর তুমি আমার বুকে।
আমি সমুদ্র, তুমি আকাশ
আমাদেরে এখন অখণ্ড অবকাশ,
আমি আর তুমি,
মাঝে মাঝে দোলা দিয়ে যায় বসন্তের বাতাস।