তোমার হাত ধরে হাটতে শেখা
তোমার থেকে পাওয়া
এই মুখের ভাষা,
তোমার থেকে পাওয়া এই জীবন,
পাওয়া জীবনে বাচার আশা।।
মা, মা, মা
তোমার থেকে বাচতে শেখা
তোমার জন্যই বাঁচা।।
মা, মা, ও আমার মা,
তুমি আমার প্রথম দেখা মুখ
তোমার ছোঁয়ায় পাই আমি স্বর্গ সুখ,
তুমি ছাড়া আর সব যেন আগন্তুক
তুমি ছাড়া সবাই ফাকি
সবি যেন অলিক সুখ,
তাই তো তোমায় যতন করে রাখি
আসে, যত বাধা আসুক।।
মা,
কথা দায়ও ছেড়ে যাবে না
সবই জানি,
শুধু তোমায় ছাড়া বাচতে জানি না।
মা আমার,
তোমার থেকে পাওয়া ভালবাসা
সেই তো আমার জীবনে একমাত্র আশা
আর তো কিছু চাই না।
মা, ও মা,
ছোটবেলা ঘুমের ঘোরে
তোমার থেকে রাতদুপুরে
কত না গল্প শোনা,
আমার যত
প্রশ্ন শত,
সবই যেন তোমার আছে জানা,
তুমি ছাড়া
আমার জগত এ দিবে আধার হানা,
মা, আমায় ছেড়ে যেও না
আমি যে তোমায় ছাড়া বাচতে জানি না।
মা, মা, ও আমার মা,
তোমার হাতে হাত রেখে
জীবনের পথ চলা
তোমার চোখে বিশ্ব দেখা,
তোমার থেকেই পাওয়া আমার এই জীবন
তোমার হাতেই, গড়ে
দেয়া আমার এই স্বপ্নের ভুবন.
মা, মা, মা আমার
আমি দেখতে চাই তোমার
মুখের হাসি সারাক্ষণ,
আর কিছু আমি চাই না
আমায় ছেড়ে যেও না
এই সুধু আমার বায়না।।
মা, মা, আমার মা,
তোমার জন্য
দিতে পারলে আমার এই জীবন
হতাম ধন্য
বল, মা,
তার চেয়ে কি আছে কোন পুণ্য।।