মানুষ জটিলের পূজারী,
সত্য, সহজ-সরল
মানুষের কাছে তা আবাল-তাবোল, গরল ।
যে কবি সত্য জীবনের গান গায়
সে মানুষের কাছে ধন্যই-ধন্যই না পায়,
দেশের মণি দেশে না বিকায়
পরদেশে সে থাকে মহারাজার গলায় ।
সত্য শেষে দিনের আলো ছেড়ে হয় নিশাচরী
জটিলের নামে সকলে হয় মিথ্যার পূজারি ।