আমি তুচ্ছ, অতি ক্ষুদ্র নর,
তুমি অতি মহান,
হয়তো-বা মোর অপরাধ পাহাড় সমান
তবুও কি মোরে করা যায় না ক্ষমা,
দিয়া তোমার মহানুভবতার উপর ভর।
আমি অতি ক্ষুদ্র নর
করেছি পাপ,
জানি না কি শয়তান করেছিল ভর
দিও না-কো আর শাপ,
বুঝিয়া আজ ভুল, ক্ষমা প্রার্থনায় হইয়াছি আকুল
জাগিয়া রাতভর।
হে মহান,
করিয়া ক্ষমা মোরে
রাখ তোমার মহানুভবতা অম্লান,
দেখাও তোমার মহত্তর আজ
ফিরাইয়া দাও মোর দেহে প্রাণ,
যাহা করিয়াছি তাহাকে ছোট ভুল ধরে
না হয় দিলে কিছু সাজ-আ
তবুও কর, দয়া এই ক্ষুদ্র নরের উপর।।
হে মহান,
এই তুচ্ছরে কর ক্ষমা দান।।