তোর সাথে
অনেকটা পথ চলা,
হাজারো কথা বলা ।
তোর সাথেই
দিচ্ছি পারি স্বপ্নের পথ
কখনো হয়েছে ভিন্ন মত,
তাই নিয়ে কথা কাটা কাটি
কত না বাড়াবাড়ি
অবশেষ, দুজনের আড়ি,
বলতে পারিস, ছাড়া ছাড়ি ।
আবার সব ভুলে
এক সাথে দু হাত তুলে,
চিৎকার চেঁচামিচি
অকারণেই হটাৎ দু জনের হাস ।।
বিকেল বেলা ঘুমের ঘোর
অকারণেই ডাক,
ঘুম ফেলে ছুটে আসা
তখনও আমি স্বপ্নে বিভোর
মুখে নেই কোন ভাষা
তুই বকছিস অঝর,
চায়ের কাপে চুমুক দিয়ে
আমি বসে আছি হয়ে শ্রোতা নির্বাক ।।
তুই মানে পাশে থাকা,
তুই মানে,
তোর দিকে তাকিয়ে নিজেকে দেখা
তুই মানে নীরব শ্রোতা
ভাগাভাগি করে নেয়া আমার সুখ,
আমার ব্যথা ।
তুই মানে,
হাতে হাত ধরে হাটা
যত বাধা আসে আসুক
তুই মানে,
বিশ্বাস, ভালবাসা
ডাকলেই ছুটে আসা ।।