পাখির কামনা, মুক্ত আকাশ
ক্লান্ত পথিকের কামনা, শীতল বাতাস
মেঘের কামনা, উঠুক ঝড় ।
আমার কামনা,
উত্তপ্ত বাতাস, বদ্ধ আকাশ,
যেথায় প্রতিধ্বনিত হবে তোমার সুর।
কারণ আমি ক্লান্ত নই।
কবির কামনা সে পাক ছন্দ এক রাশ
পাঠকের হাতে তার পাণ্ডুলিপি
আর একটু অবকাশ।
আমার কামনা আমার ছেড়া, মলিন পাণ্ডুলিপি
আর তার ছন্দ হীন কবিতা এক রাশ
বাজুক তোমার প্রাণে, না নিয়ে কোন অবকাশ।
কারণ আমি কবি নই।
প্রেমিকের কামনা প্রেয়সীর কোল
আর ভালবাসার আলিজ্ঞন।
আমার কামনা, তমার চোখে না যেন আসে জল,
পাওয়ার যদি থাকে পাই ঘৃণা আমরণ।
কারণ আমি প্রেমিক নই,
আমি ছন্নছাড়া ভালবাসা।।