অকালকুষ্মান্ডের নিজ হাতে সজ্জিত,
একটি অভিশপ্ত শহর বিক্রি হবে।
অংশীদারিত্বের প্রকরণে যে হিসেব
অতীতের লগ্নকাল থেকে বহমান
সেসব রূপকথার কোন বৈধতা নেই এখানে।
শহরের আনাচে কানাচে কেবল জোনাকি আলোদাতা
মুখরিত থাকবে প্রতিটি গলিই জীবন্ত ঝিঁ ঝিঁ রবে।
সোডিয়াম নিয়নের কোন মেকি ভুতুরে রশ্মিই
আদিখ্যেতা দেখানোর সুযোগ পাবেনা, সেতার
গিটার, ঢোল তবল বাজবে না কোন ক্ষণে।
অবাধ্য এক অনিকেত বিক্রি করবে তার
অনতিক্রম্য বিস্তৃত অবারিত বিশাল অসংজ্ঞায়িত প্রান্তর।
এখানে ঝুম বর্ষণ হবে, তারা চিহ্ন এঁকে যাবে
চকচকে পিচের প্রতিটা কৃষ্ণ অবয়বে, সাথে লিখে
যাবে মৃত্যু প্রতিটি আততায়ীর, তাদের স্ব স্ব প্রেমিকার হাতে।
লা ভলতেয়ার সহ সমগ্র শীর্ষ পাতার শীর্ষ জুড়ে
আর্তনাদ আহাজারি করবে এসব মৃত্যুর খবর।
আলপিনের খোঁচায় এফোড় ওফোড় হয়েও
সব আত্মারা বেঁচে থাকবে এহেন পেরেক পাত্রের পর
কোটি সহস্র বছর কাল, অপদার্থ সব জীবন সমূহের সাথে।
রসায়নের রসিকতায় মত্ত হয়ে কিছু আত্মা বেঁচে থাকবে
পানির অনুতে অম্লজান হিসেবে, কেউ আবার
উদজানে ভর করে পারি জমাবে স্বর্গের দিকে।
একদমই নতুন এক রাজত্ব সৃষ্টির উন্মাদনায়
ছড়িয়ে যাবে দিগ্বিদিক, সবকিছু ফেলে, যা কিছু মূল্যবান।
কেউ আছো ধনী সওদাগর, কিনতে আগ্রহী এসব
মূল্যবান জীবিকা? যা বিশাল, অনতিক্রম্য, বিস্তৃত, অবারিত।
যার প্রতিটি অলি গলিতে বৃষ্টিরা চিহ্ন রেখে গেছে।
যেখানে সোডিয়াম, নিয়নের কোন আদিখ্যেতা নেই, একদমই
খাস জমি। আছে কেউ ক্রেতা? নাকি করে যাবো সম্প্রদান!