কেমন আছিস তবে দিগ্বিজয়ী বেশে?
মস্তিষ্ক মাতাল বক্ষে কেবল তেষ্টা জড়িয়ে আছে,
শুষ্ক মনের খাঁ খাঁ দরজায় ছিটকিনি
ভাঙার শব্দ কেউ জানে না পাছে!
কেমন আছিস তবে দিগ্বিজয়ী বেশে?
মেকি সুখের আস্তিনে মুখ চুবিয়ে তবে,
মেখে আছিস সবটুকু ঘর জুড়ে,
ভুলে গেছিস শেষ দেখাটা কবে!
কেমন আছিস তবে দিগ্বিজয়ী বেশে?
জমাট প্রেম জ্যোৎস্না মাখছে সবে,
সব হারানোর হাতছানিতে এখন
পুরোন রাত হয়ত ফসিল হবে!
হঠাৎ দেখি সব পেয়েছির হাতছানি!
সব হারিয়েও হারাই নি কিছু মেতে ওঠি হুল্লোড়ে,
তুইও জানি গুনিস প্রহর আনমনে,
ভীষণ ঋণে জড়িয়ে আছিস ঘর জুড়ে।
ভালো আছিস তবে সমুদ্র জয় করে?
বনমালী তোরে ভালোবেসেছিলাম রোদ্দুরে গান শুনে,
ভীষণ তৃষ্ণায় জল চেয়েছিলাম কেবল
তুই তো মাখালি ঋণে!