আমি কেউ নই, তুমি কে?
তুমিও কি কেউ নও?
তবে আমরা যুগল হলাম,
মিশে গেলাম তবে একক অস্তিত্বে।
— কাউকে বোলো না !
তবে দিতে পারে নির্বাসন, অথবা
আজন্ম কারাবাস।
— বুঝেছ !
ভেবে দেখেছো কি,
কেউ একজন হওয়া কত ভয়ানক!
কতটা প্রকট!
এক জীবন পুরোটাই
একটি ব্যাঙের মতো
ব’লে যাওয়া কারো নাম সমস্ত দিন,
শোভন জলাভূমির কাছে!