একটা মসৃণ আলপথের খুবই প্রয়োজন,
ঢের ধৃষ্ট আঁধারাবৃত গলি মারাতেই উঠতি বয়সের অবসান;
প্রয়োজন দেখা দিয়েছে বসন্ত মলয়ের,
গ্রীষ্মের দাবদাহে নির্নিমেষ হয়ে যাচ্ছে উঠতি স্বপ্নের অন্তর্ধান।
কেবলই অম্লজান প্রয়োজন খুব বেশী,
কৃত্রিম জঙলার সংক্ষিপ্ত উঠোনে কেটে যাচ্ছে ধোঁয়াশা সময়;
খুব দরকার শুভ্র কাশবন, হেমন্ত-অঘ্রাণ,
ইট সুরকী পিচ ঢালা রাজপথে মরতে কেবলই অনিচ্ছা হয়।
নিতান্তই পত্রপল্লব অথবা আগাছা আমি এখানে, প্রয়োজনে
বিষাক্ত বাতাসেই মুখ ফিরাই;
কেবলই অস্তিত্ব যেন কুকুর বিড়াল সম, হৃদয় ভর্তি বঞ্চনা
তবু কেবলই একা হেঁটে যাই;
খুব অভিমানে নিজেকে আবিষ্কার করি ফিতে ছেঁড়া জুতো,
পরিত্যক্ত স্তুপে স্বকীয়তা হারাই;
আমি চাইনা ছোপ ছোপ টিউলিপ, পুতুলের ঘর। চাই কেবল প্রশস্ত স্রোতস্বিনী, দোদুল ধানক্ষেত, সরিষা ছড়ানো ব্যাপিত উঠোন। আরো চাই কেয়া কদম্ব বকুল চোখ ধাধানো গগন বিলাস। কেবলই সোদামাটির ঘ্রাণ বিছানো নরম পথ চাই।
এই অবসরে প্রতিক্ষিত, ডাকুক ঘাসেরা আমি ছুটে চলে যাই।