শিলালিপি, জ্যান্ত জ্যান্ত ইতিহাস
জীবনের মোটাতাজা দলিল,
সবকিছুই আজ যেন রূপকথা;
শাঁকচুন্নি, উল্টো পায়ের ভুত
অন্ধ ভিক্ষুক, এক চোখা রাখাল,
এইসব অবহেলিত আজ, ক্ষেত অযথা!
আমার বাবার বুলেটক্ষত বক্ষ,
পরিমার্জিত আজ নতুন সংস্করণে
ধুয়ে গেছে রক্ত, বিকৃত আজ কাঠামো;
কাজলা দিদিগুলো মরেছে বলেই
নেই আর কেচ্ছার আসর, লিখেও রাখেনি
কেউ, তাই ফুরিয়েছে সব নিশাদল সম!
অবশেষে, ইতিহাস আর রূপকথা_
তাদের একজন বিকৃত আর অন্যজন হলো মিছে কথা!