অতঃপর যখন, আমি থেমে যাই_
ইতিহাস এবং বর্তমানের মাঝবরাবর,
ভীত সন্ত্রস্ত এবং সংকুচিত অবস্থায়।
তখন শুনি আগমনী গান, সবুজ গন্ধ
ভরা বাতাস নিঃশব্দে শুনিয়ে যাচ্ছে,
"আমি নবীন সহ সমাগত, স্বয়ং বসন্ত হয়ে
অথবা এক জীবন হয়ে।"
আমি অপেক্ষমান, দক্ষিণ দরজা খুলে,
নবীন আসবে বলে।
সে আসলো, সৌন্দর্য বিছালো, আলো জ্বাললো।
কিন্তু কে জানতো, "নবীন, এসেছে
পথিক বেশে।"
দুই মাস কাল বয়স পেরোতেই, সে জ্বলে উঠলো
আগুন হয়ে। রাগে, ক্ষোভে লাল হয়ে
ছুটে পালাতে চাইলো, আর আমি সদা স্থির_
ইতিহাস এবং বর্তমানের মাঝবরাবর।
সৌন্দর্যের খাপছাড়া মৃত্যু হলো, ভুল বুঝতে পারল নবীন।
কান্নায় ভেঙে পড়লো, এবং প্রকৃতিকে_
ধুয়ে, মুছে, ভাসিয়ে একাকার
করে দিয়ে অবশেষে নির্বিকার ছিন্ন মেঘ হয়ে গেল।
শুভ্র কাফনে কৌপিন ধারন করে অতি ধীরে হাটতে
লাগলো বর্তমানের হাত ধরে। কখনো পাতিকাকের
করুণ আহাজারি অথবা
ধান্যগন্ধ গায়ে মেখে।
পিঠা পুলির ভাঁজে চেপ্টা হতে হতে অবশেষে,
নবীন আমার সহোদর।
দুইজনই থেমে রইলাম, ইতিহাস এবং বর্তমানের মাঝবরাবর।
এবং বসে রইলাম, দক্ষিণ দরজা খুলে।