সুন্দর কে, উপমায় উর্ধ্বতন সৌন্দর্য কার,
কার সে লাল ফিতে জড়ানো দীঘল কালো চুল!
কে তুই অতুলনা, ভরা গাঙ্গে
মাতিয়ে তুলিস ডিঙি নৌকোর দোল!
কার সে চোখ কাজল টানা, হরিণী রূপ!
কার সে ঠোঁট শিরিষকুসুমকোমল ভাঁজে ভাঁজে ঘোর!
কে তুই আলগোছে বেড়ে উঠা নলীনি কমল,
শাড়ির কোণে বেঁধে রাখিস সদ্য ফোটা ভোর!
আহা! আমি ভিখেরী তব, নদীর কাছে, নারীর কাছে
শত, সহস্র, অযুতবার পর করেছি ঘর!
নদী জল কেবলই মখমল, স্নিগ্ধ দারুণ
নদী না বরং নারী সে, তাইতো এখনো হইনি যাযাবর।
একবার, আরো একবার ডেকে নিবি, তোর
স্নেহডোরে মখমল তোর জলজ বিছানায়!
নিঃসঙ্গতা ভুলে যাবো কথা দিলাম,
কেবলই মুগ্ধতার বসে মেতে মেতে উঠবো তুমুল জোসনায়।