ভূমিষ্ট হবার পর
গড়াগড়ি খেয়ে
হামাগুড়ি দিয়ে
গুটিগুটি পায়ে
হোঁচট খেয়ে
পিছল খেয়ে
জলকাদা বিষ্ঠা মেখে
পোঁছে গেছি ফুরফুরে কিশলয়ে।
তীব্র হাওয়ার দমকে
উন্মাদ খরস্রোতে
ধাবমান উপল আঘাতে
ক্ষতবিক্ষত বিদ্ধস্ত
সেদিনের অপক্ক জীবন আমার।
ছিন্নমূল হয়ে
কত পথ
কত জনপদ
কত রঙের
কত ঢঙের
মানুষের ঠোক্কর খেয়ে
ভিনগ্রহে গড়েছি আপন বাসা।
ভুলে যেতে চাই
ফেলে‌ আসা জ্বালা
ব্যথা অপমান তাচ্ছিল্যের কাঁটা।
মনের অজান্তেই শিকড় খুঁজি
ধুলোবালিছাই সরিয়ে সরিয়ে
পরিশ্রান্ত কঠিন দুই হাতে।
দূর্বিনে চোখ রাখি
হারিয়ে যাওয়া পুরাতন মুখের খোঁজে।
প্রিয় মুখ
অপ্রিয় মুখ
আদুরে মুখ
ঘৃণিত মুখ
গভীর আকুতি নিয়ে
চেয়ে থাকা হারিয়ে যাওয়া মুখ খুঁজি।
পিছনের টানে
ভেতরটা হাহাকারে কাঁদে
জনারণ্যে বড়ো একা লাগে।
না! কোত্থাও পাইনা শিকড়
ছিন্নমূল জীবনে ভিন্নলোকে
গড়েছি ভালোবাসার নীড়,
যে স্বপ্ন আমায়
ঘুমোতে দিত না ঘুমিয়ে পড়ার আগে।