মানুষ তো সেরা জীব
তবু কেনো পাশবিক,
মানুষকে মেরে দিতে
গড়ে বোমা আণবিক।
গ্রামে ও নগরে
জিঘাংসা রক্তের,
অসহায় মরে খালি
দাপাদাপি ভক্তের।
কোনো সুন্দর সমাজ
মানুষ তো গড়েনি,
হিংসার আগুনে
জ্বালাতেও ছাড়েনি।
প্রতিবেশী পাশাপাশি
সখ্যতা গেলো কই,
পাঁচিলে ঠোকাঠুকি
গালাগালে ফোটে খই।
কাঁটাতার সীমান্তে
গোলাগুলি অবিরাম,
মানুষ তো মরে রোজ
মুখে বোল্ খোদা রাম।
চারদিকে চলে খুন
ধর্ষণ কীডন্যাপ,
চারপাশে কত সুখ
বাবুদের অপলাপ।
মানুষ যদি সেরা জীব
কেন এত অপরাধ,
অধিকার না দিলে
হবে জোর প্রতিবাদ।
রচনাকাল -২২/১১/২০১৯
স্থান-বিদ্যালয়