সবুজ পাতার নিচে
নির্মল শান্তি শান্তি শান্তি।
পাখিদের আদুরে কিচিরমিচির,
কাঠবিড়ালির চতুর চঞ্চলতায়
খুঁজে পাই নির্মল শান্তি শান্তি শান্তি।
যদি কোনোদিন দেখা হয়
অতৃপ্ত ক্লিওপেট্রার সাথে,
কাব্য করে বুঝিয়ে বলবো তাকে।
#-তোমার এক আকাশ কষ্ট ছিলো বুকে,
কেন জানো?
তুমি পাখি কাঠবিড়ালি
আর সবুজের কাছে নিজেকে
বিলিয়ে দিতে কুণ্ঠিত ছিলে বলে।
শুধু পুরুষে পুরুষে বিলিয়েছিলে তাপ
সসাগরা পৃথিবীর মালকিন হতে চেয়ে।
মেলেনি সুখ মেটেনি জীবনের সাধ।
সবকিছু শেষ হবার আগেই
বিষধর সাপের ছোবলে
তোমার সকল শান্তি শান্তি শান্তি
ভেসে গেছে ভূমধ্যসাগরের নীল জলে।
#সবুজ পাতার পাতার নিচে
কেবলই শান্তি শান্তি শান্তি,
ক্লিওপেট্রা! বোঝোনি তুমি।
       রচনাকাল:-০৫/০১/২০২৫
ভূমধ্যসাগরের নীল জলে