পাতা ঝরার শব্দ
শুনতে পাচ্ছো জানি,
একটু দূরে
শালিকের কিচিরমিচির,
কাকের কা কা,
হাওয়ায় ভেসে আসা
দোয়েলের শিস
শুনতে পাচ্ছো তাও।
আপাতত সবুজে ঘেরা
এ গাঁয়ের সর্বত্র বিরাজমান
ওম্ শান্তি শান্তি শান্তি।
ভূ-গর্ভে ভূ-পৃষ্ঠের কাছে
জমে আছে অগণিত বারুদ।
বেশি তড়পাও যদি রাজন!
এক লহমায়
স্ফূলিঙ্গ হয়ে
ঘটাবো বিস্ফোরণ।
তারপরে মহাশূন্যলোকে
অনন্ত জমাট অন্ধকারে
শুধু নেই নেই নেই
হয়ে রয়ে যাবো
তুমি আমি সে।
গোরস্থানের শান্তি নিয়ে-
দম্ভ তোমার সাজে না রাজন,
এসো তবে
আজ এই নিস্তব্ধ দুপুরে
পাখি আর পাতা আর
বাতাসের সাথে
বিষণ্ণকে মুছে
মাতি কোলাহলে।
বুলবুলির ঘূর্ণি বুকে নিয়ে
নাইবা হলো গোরস্থানের
শান্তি শান্তি খেলা।
অগণিত বারুদ জমে আছে
ভূ-গর্ভে ভূ-পৃষ্ঠের অতি কাছে,
এসো,নিরন্তর নেচে উঠি
গেয়ে উঠি গান
সকল প্রদীপ
নিভে যাবার আগে।
রচনাকাল ১৯/১১/২০১৯
বুধবার