বুলবুল ঘূর্ণি
করে দেবে চূর্ণী
লোকালয়,
ভয়ে বুক দুরুদুরু
প্রহরের গোনা শুরু
শেষ এক লহমায়!
সাগরের লহরী
জীবনের প্রহরী
মেরে দেবে সত্যি?
বলেছে তো পণ্ডিত
সেটা তো অখণ্ডিত
মিছে নয় এক রত্তি।
সাগরের উপকূল
মুছে যাবে বিলকুল
একথা ভেবো না,
তছনছ হবে কিছু
সঙ্কট নেবে পিছু
হাল তবু ছেড়ো না।
দুর্যোগ যাবে টুটে
কাননে ফুল ফুটে
নীলাকাশ হাসবে,
সকলে হাতে হাতে
জোট বাঁধ এক সাথে
এক নব যুগ আসবে।