রেললাইনে রক্তমাংসে
বিকৃত ঐ লাস,
কার বলতো
বঙ্গবাসী আজ?
জানি,
বলবে সবাই,
কেন?
ওঁতো ইংলিশ টিচার রাজ !
ভুল করছো
তোমরা সবাই,
ভুল দেখছো খালি ,
ওটাই হলো
আমার স্বদেশ,
গণতন্ত্রের কালি ।
নির্বাচনি কমিশনার
অতুল তোমার মেধা,
মানুষ মারার
ফাঁদ পেতেছো সিধা।
গণতন্ত্রের নিঠুর মরণ
দেখছে হাজার চোখ,
কেউ কিচ্ছু বলছেনা তো,
ভাবছে,
উনি নয়তো আমার লোক!
রেললাইনে
দলাপাকানো
রাজকুমার নন উনি,
চপার দিয়ে
জবাই করে
আমায় ফেলে গেছে খুনি।
কেমন দিবস এসেছিলো
১৪ ই মে'র ভোটে?
পথে ঘাটে
বুথে বুথে
কসাইরা সব জোটে ।
গণতন্ত্র পড়ে আছে
বিকৃত লাস হয়ে,
আমরা সবাই
রাজ কুমার রায়
যাচ্ছি কেবল সয়ে।