কবিতা:-
✍️কে বললো তোমায়?:- পিকে
কে বললো তোমায়।
হাজার বাতি জ্বাললেই
আঁধার ঘোচে?
কে বললো তোমায়
দারুণ ভালোবাসলেই
মনদরিয়ায় ঝর্ণা নাচে?
কে বললো তোমায়
কথা দিলেই কেউ
কথা রাখতে আসে ছুটে?
কে বললো তোমায়
পরার্থে ঘাম ঝরালেই
হাজার সুখের শাপলা ফোটে?
কে বললো তোমায়
অন্নহীনে অন্ন দিলে
গৃহকোণে লক্ষ্মী হাসে?
কে বললো তোমায়
সবার দুঃখে কাঁদলে
সবাই থাকে তোমার পাশে?
এসব কথায় কী এসে যায়
সমাজটা তে চোখ রাখো।
চোখ ধাঁধানো আলো জ্বলে,
কান ফাটানো শঙ্খ-ঝাঁঝর-ডঙ্কা বাজে,
মাইক মাইক “উলালা উলালা” বাজে,
নাইট ক্লাবে হরেকরকম নেত্য চলে,
মাতাল বেতাল হইহুল্লোড়ে
দিব্যি তেলেঝোলে বাঁচে।
অভিসারেই প্রিয়তমার শরীর পোড়ে
বন্ধু সেজে বন্ধুর বুকে চাকু মারে
কথার প্যাঁচে ফাঁসিয়ে দিয়ে অট্টহাসে।
মধুর ভাষ্যে কী যায় আসে?
কে বললো তোমায়
ভালোবাসলেই ভালোর জন্য
আকাশ থেকে পুষ্প ঝরে?
মানব মনে গতিবিদ্যার
তৃতীয় সূত্র মিলবে না যে,
তোমার আমার বুক মাড়িয়ে
চলবে সমাজ চলবে জীবন
ড্যাং ডেঙিয়ে মহোৎসবে।
✍️রচনাকাল -১৯/১০/২০২৪,
রাত ১০:০৫: শনিবার:-পিকে