লক্ষ টাকার দুগ্গা গড়ে
ভাসিয়ে দিলেম জলে,
লক্ষ মানুষ মহোল্লাসে
মাতলো পূজার ছলে।
তুমি খুশি আমিও তাই
এক গোয়ালের মোষ,
আলোর ঝালোর পটকা বাজি
বারুদ মোদের জোস।
পাগলা হাতি ঘণ্টা বাজায়
পুজোর শুভ শুরু,
শূন্য পেটে ভাত জোটেনা
(তবু)মদ ফোয়ারায় গুরু।
নেশায় টলে সারা সমাজ
প্রভাত হতে নিশা,
আবাল-বৃদ্ধ বুঁদ হয়ে রয়
সৃষ্টি সর্বনাশা।
কোটি টাকায় আঁধার রঙিন
দিনের চাইতে উজল,
মনের কালো আরো ঘন
বুকের কষ্ট অতল।
লক্ষ টাকার মাটির পুতুল
নোংরা জলে গেলো
মা মা বলে কাঁদলো বুড়ো
তার কী তবে হলো!
তুমি কাঁদো আমিও তাই
এক খামারের ভেড়া,
নাচন কোঁদন নিরঞ্জনে
আমরা হতচ্ছাড়া।