বন্ধ চোখে
আলোকিত মহাবিশ্ব
খোলা চোখে কৃষ্ণগহ্বর।
আমি বাঁচি মারিয়ানা খাতে কিংবা
মহাবিস্ফোরণের সূচনায়।
আলোকবর্ষ দূরে
সৃষ্টির প্রথম বীজে
প্রথম অঙ্কুর হয়েছিল শুরু।
যোনিমুখ খুঁজে পেয়ে
সূর্য হেসে উঠেছিল সেইদিন
সৃজনের উন্মাদ উল্লাসে।
অযুত গ্যালাক্সিলোকে
নক্ষত্রের প্রলয় ঠুকাঠুকি
ছুঁইয়ে আমি বেঁচে থাকি।
বিন্দু স্ফীত হয়ে
অনন্ত বিস্তৃত বিশ্বচরাচরে
আমি মগ্ন হয়ে কেটে যাই সাঁতার।
মহাকাব্যের মহাকাশ
খুলে দেয় আদি-অনন্ত
প্রলয়ঙ্করী ভালোবাসাবাসি।
বন্ধ চোখে
উদ্দীপিত যোনিমুখ
খোলা চোখে বিষ।
অতলান্ত খাত হয়ে
মহাবিস্ফোরণের কালে
আমি বাঁচি সৃজন চুম্বনে।
তাং, ১৫/১০/২০২৪:- মঙ্গলবার বেলা ০৩:৫০