এই টুকু মেয়ে আমার আসিফা
ছোটে পাহাড়ি সবুজ মাঠে,
এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে
তার সকাল সন্ধ্যা কাটে।
অপাপবিদ্ধ কাশ্মীরি ফুল
আসিফার মুখে ফোটে,
হিমালয় থেকে কন্যাকুমারী
লক্ষ আসিফা জোটে।
মেষপাল নিয়ে পাহাড়ের কোলে
গান গেয়ে গেয়ে ফেরে,
ভাবতে পারেনি ঐ টুকু মেয়ে
পিশাচেরা খাবে ছিঁড়ে।
# মন্দিরে নাকি ঈশ্বর থাকেন
পূজার অঢেল ঘটা,
আসিফা সেখানে গ্যাংরেপড্ হলো
নরপশু ছিলো ক'টা।
আট বছরের মেয়েটি আমার
সহজ সরল অতি,
নৃশংসতায় স্বদেশী পুরুষ
করে দিলো মহাক্ষতি।
আমার মেয়েটি তিল তিল মরে
বিকৃত লালসার ফাঁদে,
কাশ্মীর থেকে কন্যাকুমারী
লক্ষ আসিফা কাঁদে।
চৈতি দুপুরে এ কোন আঁধার
গাঢ় তমশার অধিক,
এ সব দেখেও মৌন যারা
জানাই ধিক্কার শতোধিক।
আসিফা এখন রক্ত-মাংসে
ঝোপের আড়ালে নিথর,
হায়েনার দল কুরে কুরে খেলো
দেবালয়ের ভিতর।
ভীষ্মসম করি প্রতিজ্ঞা
আমি আসিফার পিতা,
অগ্নিমশালে খাক্ করে দেবো
ধর্ষকামীর চিতা।
মৌন জ্ঞানীরা শোনো,
আমি লক্ষ আসিফার পিাতা।