প্রথম আঁধার থেকে
অন্তিম অন্ধাকারের মাঝে
যতটুকু প্রাণোচ্ছ্বল ছটফটানির
পেয়েছি লৌকিক ক্ষণিক সুধা,
পৃথিবীর যত আলো
যত ভালোবাসাবাসি
যত রূপ-রস-গন্ধ-আলো
যত চড়াই উৎরাই
যত অলিগলি ঘুপচি রাজপথ
যত প্রেম অপ্রেম বিচ্ছেদ
যত বিষকাঁটা সাপের ছোবল
রমণের সুখশিৎকার গভীর চুম্বন,
কাঙাল সাহারা হয়ে শুষে নেবো সব।
#গিরি শিখর ধুয়ে
গড়িয়ে যেতে যেতে
জনতা জনপদ অরণ্য প্রান্তর জুড়ে
নিঃশেষে বিলিয়ে দেবো
আমার সকল অর্জন,
আপ্লুত বিস্তৃত আমাজনের মতো।
#জীবনের শেষ সীমান্তে শুয়ে-
পৃথিবীর কথা
মানুষের কথা
বিশ্বচরাচরের কথা
শিশু ও প্রেমিকার কথা
রক্তঘামে গড়া গৃহের কথা
জীবন-যৌবনের সুখ-বিসুখের কথা
ভাবতে ভাবতে ভাবতে ভাবতে
সবশেষে মিশে যাবো
অবশ্যম্ভাবী অনন্ত অন্ধকারে।
✍️রচনাকাল,- ২৩/১০/২০২৪,
বুধবার,রাত,- ৯:৩২