আকাশ যদি খসে পড়ে
তবুও তুমি থাকবে ভালো,
আকাশ যদি আগুন ধরায়
তবুও কি জ্বালবে আলো?
আকাশ থেকে উল্কা এসে
আমায় যদি দেয় সমাধি,
ডাইনোরা কি থাকবে সুখে
জীবন সীমার শেষ অবধি?
আকাশ যদি যায় হারিয়ে
সৌরলোকের সুদূর পারে,
কেমন করে ফুল ফোটাবে
মর্তলোকের পারাবারে?
সূর্য যেদিন অন্ধকূপে
নিরন্তরে ঘুমিয়ে রবে,
সেদিন তোমার হালহকিকত
থাকবে কেমন দুষ্ট ভবে?
আকাশ বাতাস সাগর জুড়ে
বিষ ছড়ালো কোন্ মানবে,
আকাশ যদি মেঘ গিলে খায়
বাঁচবে তুমি কপাল ঠুকে !
আকাশ যদি আমায় পুড়ায়
তুমিও তো মরবে ধুঁকে।
আকাশ যদি নেই হয়ে যায়
ভ্যানিশ হবেই বসুন্ধরা,
সবুজ বুনে আকাশ বাঁচাও
নইলে মরু জীবনধারা।।
রচনাঃ- ১৩/১১/২০১৯